INDvsSA T20I | দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের! ৫১ রানে জিতে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা

মুল্লানপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫১ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
মুল্লানপুরে দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতেছিল সূর্যকুমার যাদব। তবে শেষরক্ষা হলো না। ব্যর্থ টপ অর্ডার নিয়ে ম্যাচ হারল ভারত। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে মাঠে ঝড় তোলেন কুইন্টন ডি কক। ৪৬ বলে ৯০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। বুমরাহ, অর্শদীপদের ব্যর্থতায় রানের পাহাড়ে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ২১৩ রানের টার্গেট দেয় তাঁরা। পাল্টা ব্যাট করতে নেমে রান পেলেন না সূর্যকুমার, গিলরা। ১৬২ রানেই অল আউট ভারত।
