IND vs SA | ডবল সেঞ্চুরি জলে গেলো, বোলিং হতাশায় প্রোটিয়াদের কাছে ম্যাচ হারলো ভারত!

মার্করাম, ব্রেভিস, ব্রিৎজকেরা দুর্দান্ত ইনিংস খেলে দ্বিতীয় ম্যাচ জিতিয়ে দিলেন প্রোটিয়াদের।
রায়পুরে দ্বিতীয় ওয়ানডে’তে টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কে এল রাহুল। খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটের ৮৪তম সেঞ্চুরিটি করেন বিরাট কোহলি। সেঞ্চুরি করলেন ঋতুরাজও। ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন অধিনায়ক রাহুল। নির্ধারিত ৫০ ওভার শেষে প্রোটিয়াদের ৩৫৮ রানের টার্গেট দিয়েছিল ভারত। তবে শেষরক্ষা হলো না। পাল্টা মাঠে নেমে অধিনায়ম বাভুমা ৪৬ রানে আউট হলেও ৯৮ বলে ১১০ রান করেন মার্করাম। ব্রিৎজকে করেন ৬৮ রান। মাত্র ৩৪ বলে ৫৪ করেন ব্রেভিস। চার বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে গেলো বাভুমার দল।
