IND vs SA | টেস্ট সিরিজে ভরসা রো-কো’তেই! প্রথম একাদশ থেকে কাকে কাকে ছাঁটছেন গম্ভীর?

Wednesday, December 3 2025, 5:44 am
highlightKey Highlights

বদল হতে পারে ভারতের প্রথম একাদশে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসতে পারেন নীতীশ কুমার রেড্ডি।


রায়পুরে জিতলেই টেস্ট সিরিজ জিতে যাবে ভারত। শেষ ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি দেখিয়ে দিয়েছেন ওয়ানডেতে ভরসার নাম 'রোকো'। ভারত জিতলেও বোলিং বিভাগ হতাশ করেছে। তবে গম্ভীরকে আরও অস্বস্তিতে ফেলছে রোকো’র সাফল্য। রায়পুরের ম্যাচে বদল আসতে পারে প্রথম একাদশে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসতে পারেন নীতীশ কুমার রেড্ডি। ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, নীতীশ রেড্ডি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File