টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন জো রুট, এমন নজির ব্র্যাডম্যানেরও নেই
Friday, August 27 2021, 3:12 pm
Key Highlightsইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে কার্যত একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে এই মুহূর্তে ধারাবাহিকতায় জো রুটের ধারেকাছে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। লকডাউনের পরে ব্রিটিশ অধিনায়ক টেস্ট সেঞ্চুরির যে ধারাটা শুরু করেছিলেন শ্রীলঙ্কা সফর থেকে, তা বজায় রয়েছে হেডিংলে পর্যন্ত। লিডসে ভারতের বিরুদ্ধে শতরান করার সঙ্গে সঙ্গেই জো রুট এমন এক রেকর্ড গড়ে বসেন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেননি। এমনকি ডন ব্র্যাডম্যানও নন।