খেলাধুলা

স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়লেন বিরাট কোহালি!

স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়লেন বিরাট কোহালি!
Key Highlights

২০১৯-এর ফেব্রুয়ারিতে কোহালি একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। ঘটনাচক্রে ওই কোম্পানিই এখন ভারতীয় ক্রিকেট দলের সরকারি কিট স্পনসর এবং মার্চেন্ডাইজ। বেঙ্গালুরুর কোম্পানি গ্যালাক্টাস ফানওয়্যার টেকনোলজি প্রাইভেট লিমিটেডে ৩৩.৩২ লক্ষ টাকার কম্পালসরি কনভার্টিবল ডিবেঞ্চার দেওয়া হয়েছিল কোহালিকে। এই গ্যালাক্টাসই অনলাইন গেমিং প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের মালিক। নভেম্বরে তাদের সরকারি ভাবে কিট স্পনসর হিসেবে ঘোষণা করে বোর্ড। যদিও তার অনেক আগে জানুয়ারিতে কোহালিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছিল এই সংস্থা। তার আগেও বহুবার এই প্ল্যাটফর্মকে এনডোর্স করেছেন কোহালি। এ ছাড়াও কর্নারস্টোন স্পোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট নামে একটি ফার্ম কোহালি ছাড়াও রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ, কে এল রাহুল-সহ একাধিক ক্রিকেটারের বাণিজ্যিক অধিকারের দায়িত্বে।