IND vs AUS | ২২ বল বাকি থাকতেই হার! অ্যাডিলেডে হেরে সিরিজ হাতছাড়া টিম ইন্ডিয়ার!
Thursday, October 23 2025, 12:25 pm
Key Highlightsপারথ ম্যাচের পর অ্যাডিলেড ODI তেও পরাজয়ের মুখ দেখল ভারত। অ্যাডিলেডে দুই উইকেটে হারল টিম ইন্ডিয়া
পারথ ম্যাচের পর অ্যাডিলেড ODI তেও পরাজয়ের মুখ দেখল ভারত। অ্যাডিলেডে দুই উইকেটে হারল টিম ইন্ডিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে নয় উইকেট হারিয়ে প্রথমে ২৬৪ রান তোলে ইন্ডিয়া। এদিকে ২২ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, লম্বা সময় পর মাঠে ওপেনে নেমে ৯৭ বলে ৭৩ রান করেন রোহিত শর্মা। তবে তিনি রান পেলেও এই ম্যাচে ফের ব্যর্থ হয়েছেন শুভমন গিল ও বিরাট কোহলি। গিল করেন নয় ও কোহলি খাতা খুলতে পারেননি।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- অস্ট্রেলিয়া
- অস্ট্রেলিয়া-ইন্ডিয়া

