Income Tax Department | কর ফাঁকি দেওয়া আটকাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! নতুন পোর্টাল খুললো আয়কর বিভাগ

Thursday, September 18 2025, 2:59 pm
Income Tax Department | কর ফাঁকি দেওয়া আটকাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! নতুন পোর্টাল খুললো আয়কর বিভাগ
highlightKey Highlights

কল ডেটা রেকর্ড এবং ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে তদন্তকারীদের রিয়েল টাইম ও কার্যকরী তথ্য তুলে দেবে এই এআই।


এবার আয়কর বিভাগের দুনিয়ায়ও কব্জা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ডিআরডিও এবং সিবিডিটির মতো দুই কেন্দ্রীয় সংস্থার সঙ্গে মিলে এক নতুন পোর্টাল শুরু করেছে আয়কর বিভাগ। কল ডেটা রেকর্ড এবং ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে তদন্তকারীদের রিয়েল টাইম ও কার্যকরী তথ্য তুলে দেবে এই এআই পোর্টালটি। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মধ্যে গোপন লেনদেনের বিষয়টিও ধরা পড়বে। সন্দেহভাজনের মোবাইল টাওয়ারের ডেটা দেখে লোকেশনও বের করা যাবে। ফলে কর ফাঁকি দেওয়া আটকানো যাবে, আশা আয়কর ডিপার্টমেন্টের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File