Digha Jagannath temple | অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন, দিঘার মন্দিরে শুরু হলো প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান !

৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে শুক্রবার থেকে শুরু হয়ে গেল প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান।
আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। শুক্রবার থেকে মন্দিরে শুরু হলো উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি। এদিন প্রাক মাঙ্গলিক অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলঘট নিয়ে মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করলেন ২০ জন মহিলা। বাজলো মঙ্গলশঙ্খও। সমস্ত অনুষ্ঠানটির তদারকি করেছেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, রামনগর ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ সহ অন্যান্য প্রশাসনের কর্তা ব্যক্তিরাও।