Paris Olympic 2024 | ৫০ এর পর ধাক্কা ৫৩ কেজির কুস্তিতেও! তুরস্কের কাছে পরাজিত হয়ে কেঁদে ফেললেন অন্তিম পাঙ্ঘাল
Wednesday, August 7 2024, 11:39 am
Key Highlightsমহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে তুরস্কের জেইনেপ ইয়েটগিলের সামনে ১০০ সেকেন্ডও টিকতে পারলেন না অন্তিম পাঙ্ঘাল।
কুস্তিতে আরও ক্ষত ভারতের। মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে তুরস্কের জেইনেপ ইয়েটগিলের সামনে ১০০ সেকেন্ডও টিকতে পারলেন না অন্তিম পাঙ্ঘাল। রাউন্ড অফ ১৬-র সেই ম্যাচে হেরে গিয়ে কেঁদে ফেলেন ভারতের কুস্তিগির। এদিকে, মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় আজ সকালেই ৫০ কেজির কুস্তি থেকে বাতিল করা হয় ভিনেশ ফোগাতকে। এই ইস্যুতে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা কিংবদন্তী অ্যাথলিট পিটি ঊষার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভিনেশের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন নরেন্দ্র মোদি।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স
- কুস্তি
- মহিলা কুস্তিগীর
- কুস্তিগির

