SIR Form | একদিনে প্রায় ১৮ লক্ষ ফর্ম বিলি BLO-দের! বঙ্গে ঝড়ের গতিতে চলছে SIR প্রক্রিয়া

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৮ লক্ষ ফর্ম দিয়েছেন বুথ লেভেল অফিসাররা।
রাজ্যজুড়ে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি অর্থাৎ এসআইআর-এর এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করলেন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ডিইও, ইআরও এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইআরের কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৮ লক্ষ ফর্ম দিয়েছেন বুথ লেভেল অফিসাররা। কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারও নাম না থাকলে তবেই নথি জমা দিতে হবে। নাম থাকলে কোনও নথির দরকার নেই।
