Tamluk | ইউটিউব দেখে কার্বাইড গান তৈরি করেই বিপত্তি, তমলুকে বন্দুক ফেটে দৃষ্টি হারালো তৃতীয় শ্রেনীর শিশু!

Saturday, October 25 2025, 4:06 pm
Tamluk |  ইউটিউব দেখে কার্বাইড গান তৈরি করেই বিপত্তি, তমলুকে বন্দুক ফেটে দৃষ্টি হারালো তৃতীয় শ্রেনীর শিশু!
highlightKey Highlights

ইউটিউব দেখে এই হাত বন্দুক তৈরি করেই বিপদ। আচমকা তা ফেটে দৃষ্টি হারাল তমলুকের তৃতীয় শ্রেণির এক ছাত্র।


কার্বাইড গান ফেটে দৃষ্টি হারালো তৃতীয় শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে তমলুকের হরশংকর এলাকায়। আহত শিশুর নাম নিশিকান্ত রানা। জানা গিয়েছে, বুধবার পুজোর ছুটিতে নিশিকান্ত এবং তার পঞ্চম শ্রেণিতে পড়া দাদা ইউটিউব দেখে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কার্বাইড গান তৈরি করে। শুক্রবার সকালে প্লাস্টিক বোতল দিয়ে তৈরী ওই কার্বাইড গানটি আচমকা ফেটে যায়। গুরুতর জখম অবস্থায় নিশিকান্তকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। মালদহে ইতিমধ্যেই শিশু, কিশোর-সহ দৃষ্টি হারিয়েছে অন্তত ৯ জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File