Odisha | পুরীতে নৃশংস ঘটনা, গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালানো হলো বছর ১৫র নাবালিকাকে!

পুরীতে ১৫ বছর বয়সী এক ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন অজ্ঞাত পরিচয় দুস্কৃতীর বিরুদ্ধে।
শনিবার বারপুরী জেলায় বাইয়াবার গ্রামে ১৫ বছর বয়সি এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল তিন দুষ্কৃতি। সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ ওই ছাত্রীকে ৩ জন ব্যক্তি তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ছাত্রীকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। বর্তমানে এমসে ভুবনেশ্বরে চিকিৎসাধীন। রিপোর্ট অনুযায়ী তরূণীর শরীর ৭০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তবে কেন এই হামলা করা হল তা স্পষ্ট জানা যায়নি। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী।
- Related topics -
- দেশ
- ওড়িশা
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ