Mumbai | মুম্বইয়ের ভিরারে ভেঙে পড়লো আস্ত বহুতল, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অন্ততঃ ২০
Wednesday, August 27 2025, 7:19 am

মুম্বইয়ের কাছেই ভিরারে এক বহুতলের একাংশ ভেঙে পড়ায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।
মুম্বইয়ের উপকণ্ঠ ভিরারে ভয়াবহ বহুতল ধসের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বহুতলটির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে বহু মানুষ। এখনও পর্যন্ত ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এখনও অন্তত ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। দ্রুত এলাকায় হাজির হয়ে উদ্ধারকাজ শুরু করেন পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। উল্লেখ্য, আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল মুম্বই পুরসভা।