Manipur | চূড়াচাঁদপুরে চাঞ্চল্য! ক্রমাগত বাড়ছে জলাতঙ্কের প্রকোপ, কন্টেইনমেন্ট জ়োন ঘোষণা সরকারের

Saturday, April 5 2025, 6:50 am
highlightKey Highlights

মণিপুরের চূড়াচাঁদপুরে একের পর এক বাসিন্দার শরীরে দেখা দিচ্ছে জলাতঙ্কের লক্ষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকাকে কন্টেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে।


মণিপুরে জলাতঙ্ক আতঙ্ক! মণিপুরের চূড়াচাঁদপুর গ্রামে একের পর এক বাসিন্দার শরীরে দেখা দিচ্ছে জলাতঙ্কের লক্ষণ। একটি কেস রিপোর্টের ভিত্তিতে চূড়াচাঁদপুর সাব ডিভিশনের নিউ জ়োভেঙ্গ গ্রামকে প্রাথমিক হটস্পট হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। ওই এলাকাকে কন্টেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে। জলাতঙ্ক অর্থাৎ রেবিস ছড়িয়ে পড়া আটকাতে ওই গ্রামের ভেতর কোনো পোষ্য ঢোকা এবং বেরোনো নিষিদ্ধ করা হয়েছে। গ্রামের প্রতিটি বাড়ির পোষ্যকে অ্যান্টি ৱ্যাবিস ভ্যাকসিন দিচ্ছে পশুচিকিৎসা সম্বন্ধীয় দপ্তরের চিকিৎসকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File