Madhyapradesh । বিজেপি বিধায়কের বাড়ি সার্চ করতেই চক্ষু চড়কগাছ, IT হানায় মিললো জ্যান্ত কুমির, সোনার তাল
মধ্যপ্রদেশের ভোপালে প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিয়ে কোটি কোটি নগদ টাকা, তাল তাল সোনা, বহুমূল্য বিদেশি গাড়ির সঙ্গেই উদ্ধার হয়েছে তিনটি কুমিরও।
মধ্যপ্রদেশের ভোপালে প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিং রাঠোরের বাড়িতে হানা দিয়েছিলো আয়কর দপ্তর। কেশরওয়ানির বাড়ি থেকে বহুমূল্যের একাধিক বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ৩ কোটি টাকা নগদ এবং বহুমূল্যের সোনা ও রুপোর অলঙ্কার। আর যা মিলেছে তা দেখে চক্ষু চড়কগাছ অফিসারদের। বিধায়কের বাড়ির মধ্যেই ছোট একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে ৩ টি কুমির। মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকার অত্যন্ত প্রভাবশালী রাঠোর পরিবার। সামগ্রিক ভাবে ১৫৫ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি।