Live-in Partner Murder । শ্রদ্ধা ওয়াকার খুনের পুনরাবৃত্তি, লিভ ইন পার্টনারকে মেরে ১০ মাস ফ্রিজে রেখে দিল প্রেমিক
Saturday, January 11 2025, 3:29 am
Key Highlights
লিভইন পার্টনারকে খুন করে ১০ মাস ধরে মৃতার দেহ ফ্রিজে রেখে দিয়েছিলেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলায়, উজ্জয়িনী থেকে ৪০ কিলোমিটার দূরে।
লিভইন পার্টনারকে খুন করে ১০ মাস ধরে দেহ ফ্রিজে রেখে দিয়েছিলেন প্রেমিক। অভিযুক্ত সঞ্জয় পাটিদার পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলায়, উজ্জয়িনী থেকে ৪০ কিলোমিটার দূরে। সূত্রের খবর, ২০২৩ সাল থেকে অভিযুক্ত সঞ্জয় (৪১ বছর) মৃতা প্রতিভা পাটিদার (৩৫ বছর)এর সাথে দেওয়াসের ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে। গতবছর জুন মাসে ফ্ল্যাট ছেড়ে দিয়েছিলেন সঞ্জয়। গতকাল বিকেলে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
- Related topics -
- দেশ
- মধ্যপ্রদেশ
- খুন
- অস্বাভাবিক মৃত্যু