Ladakh | রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিক্ষোভ, পুলিশে সঙ্গে সংঘর্ষে মৃত কমপক্ষে ৪, আহত অন্তত ৪৫

পরিস্থিতি সামাল দিতে লেহতে কার্ফু জারি করা হয়েছে বলে জানিয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কাবিন্দর গুপ্তা।
২০১৯ সালে সংসদে আইন পাশ করে জম্মু ও কাশ্মীরের পাশাপাশি লাদাখকেও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয় ৷ কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয় লাদাখকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ কিন্ত তাতে বিলম্ব হওয়ায় নতুন করে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক ৷ ৩৫ দিন অনশন চলার পর মঙ্গলবার দু'জন অসুস্থ হয়ে পড়ার পরে লেহ অশান্ত হয়ে পড়ে। বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কমপক্ষে চার বিক্ষোভকারীর। ২২ জন পুলিশকর্মী সহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।
- Related topics -
- দেশ
- লাদাখ
- পূর্ব লাদাখ
- বিক্ষোভ
- পুলিশ প্রশাসন
- পুলিশ