Bangladesh | বঙ্গবন্ধুর গোপালগঞ্জে ধুন্ধুমার, সেনা ও পুলিশের গুলিতে নিহত ৪, এলাকায় জারি কার্ফু
Wednesday, July 16 2025, 4:00 pm

হাসপাতাল সূত্রে বলা হয়েছে বুধবারের ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। এঁরা সবাই গুলিতে মারা গিয়েছেন।
বুধবার দুপুরে বাংলাদেশের গোপালগঞ্জে একটি পদযাত্রা ও সভার আয়োজন করেছিল হাসিনা বিরোধী অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অভিযোগ, বেলা পৌনে দুটো নাগাদ ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে সেখানে হাজির হয়। হামলাকারীরা মঞ্চে ভাঙচুর চালায়। ব্যানার ছিঁড়ে দেয়। এলাকায় বোমাবাজি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গুলি চালায় পুলিশ ও সেনা বাহিনী। হাসপাতাল সূত্রে খবর জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৫০ জন। এলাকায় রাত ৮টা থেকে কার্ফু জারি হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- নিরাপত্তা