রাজ্য

Gobardanga | আবাসিক আশ্রমে নাবালকদের যৌন হেনস্থা, কাঠগড়ায় গোবরডাঙ্গার সন্ন্যাসী, সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের

Gobardanga | আবাসিক আশ্রমে নাবালকদের যৌন হেনস্থা, কাঠগড়ায় গোবরডাঙ্গার সন্ন্যাসী, সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের
Key Highlights

শুক্রবার গোবরডাঙায় একটি আশ্রমের প্রধান স্বামী সত্যরূপানন্দকে ৫ বছর সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।

গোবরডাঙ্গায় আবাসিক আশ্রমে দুই নাবালককে যৌন হেনস্থার অভিযোগ উঠলো আশ্রমের প্রধানের ওপরে। গোবরডাঙা থানার সরকারপাড়া এলাকায় অবস্থিত সেবাশ্রমটিতে আবাসিকরা পড়াশোনা করে। অভিযোগ, ২০২২ সালে আশ্রম প্রধান স্বামী সত্যরূপানন্দ ১৩ ও ১৪ বছরের দুই নাবালকের শ্লীলতাহানি করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বারাসাতের বিশেষ পকসো আদালতে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জেলার শিশু সুরক্ষা আধিকারিক। শুক্রবার তাঁকে ৫ বছর সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে।