Gaisal Railway Station | গাইসালে শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনে আগুন! এই গাইসালেই রেল দুর্ঘটনায় কেড়েছিল ৩০০ যাত্রীর প্রাণ!

জানা গিয়েছে, গাইসালে নর্থ কেবিনের কাছে হঠাৎই ট্রেনের পেছনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
শিলিগুড়ি মালদাগামী ডেমু ট্রেনে আগুন! জানা গিয়েছে, গাইসালে নর্থ কেবিনের কাছে হঠাৎই ট্রেনের পেছনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর তড়িঘড়ি ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে ইঞ্জিনের একটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কী ভাবে আগুন লাগল, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে। প্রসঙ্গত, এই গাইসালে ১৯৯৯ সালের ২ আগস্টে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। অওধ অসম ও ব্রহ্মপুত্র মেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গিয়েছিলো প্রায় ৩০০ যাত্রীর।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা
- অগ্নিকান্ড