রাজ্য

Dinhata | দিনহাটায় ভক্তদের মাথায় ভেঙে পড়লো রথের চূড়া, আহত ২ পুণ্যার্থী!

Dinhata | দিনহাটায় ভক্তদের মাথায় ভেঙে পড়লো রথের চূড়া, আহত ২ পুণ্যার্থী!
Key Highlights

রথের চূড়া ভেঙে বিপত্তি দিনহাটায়। দুর্ঘটনায় আহত হন দু’জন দর্শনার্থী।

উল্টোরথের সমাবেশে বিপত্তি। দিনহাটায় রথের চূড়া ভেঙে পরে আহত হলেন ২জন ভক্ত। আহতদের নাম ভারতী বর্মন ও দুলাল আর্য। স্থানীয় সূত্রে খবর, এদিন উল্টোরথ উপলক্ষ্যে দিনহাটায় রথযাত্রার আয়োজন করা হয়েছিল। রথ বড়আটিয়া বাড়ি থেকে দিনহাটা বড়নাচিনা বাঁশতলা এলাকার দিকে আসছিল। বড়নাচিনা বাঁশতলা এলাকায় ঢোকার সময় রাস্তার উপরে থাকা কেবলের তারে রথের চূড়া আটকে যায়। চূড়া ভেঙে ভক্তদের মাথার উপরে পড়ে। এঘটনায় গুরুতর আহত হন ২ পুণ্যার্থী। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।