Delhi | কথা কাটাকাটি থেকে হাতাহাতি, পড়ুয়ার বুকে গেঁথে দেওয়া হলো ছুরি! গ্রেপ্তার ২ নাবালক

Saturday, September 6 2025, 3:48 pm
highlightKey Highlights

পুলিশ সূত্রের খবর, ৪ সেপ্টেম্বর ওই ঘটনার পরে জখম নাবালক যখন পাহাড়গঞ্জ থানায় পৌঁছয়, তখনও তার বুকে ছুরি গেঁথে ছিল।


মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় ভয়াবহ ঘটনা। ঝামেলা করতে করতে পড়ুয়ার বুকে আমূল বসিয়ে দিলো ছুরি। পুলিশ সূত্রে খবর, ১০ থেকে ১৫ দিন আগে পাহাড়গঞ্জ এলাকার এক স্কুল পড়ুয়াকে মারধর করে কয়েকজন সহপাঠী। এই ঘটনার প্রতিশোধ ৪ সেপ্টেম্বর নিতে পাল্টা হাতাহাতি মারামারিতে জড়ায় তিনজন। বচসার মাঝেই তার বুকে ছুরি গেঁথে দেওয়া হয়। জখম নাবালক যখন পাহাড়গঞ্জ থানায় পৌঁছয়, তখনও তার বুকে ছুরি গেঁথে ছিল। শনিবার ৬ সেপ্টেম্বর, এই ঘটনায় অভিযুক্ত ২ পড়ুয়াকে আটক করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File