Delhi Blast | মানুষ মারার চেষ্টা! দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত চিকিৎসককে বেধড়ক মারধর বন্দীদের

Wednesday, November 19 2025, 3:28 am
highlightKey Highlights

সূত্রের খবর, মঙ্গলবার খুনের কেসে দুই অভিযুক্ত এবং পকসো কেসের ধৃত এক অভিযুক্ত জেলেই ওই জঙ্গি চিকিৎসককে বেধড়ক মারধর করে।


লালকেল্লার সামনে গাড়ি বোমা বিস্ফোরণের সূত্র ধরে জঙ্গি চিকিৎসক মহিউদ্দিন সৈয়দকে গ্রেপ্তার করেছে গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। বর্তমানে তাঁকে আমেদাবাদের সবরমতী কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার খুনের কেসে দুই অভিযুক্ত এবং পকসো কেসের ধৃত এক অভিযুক্ত জেলেই ওই জঙ্গি চিকিৎসককে বেধড়ক মারধর করে। তার মাথায় এবং চোখের নিচে আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন কারারক্ষীরা। জেল সুপার জানিয়েছেন, ধৃত এখন বিপদমুক্ত। কী কারণে এ ঘটনা ঘটলো, খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File