Delhi Crime | পার্কিং নিয়ে বচসা, অভিনেত্রী হুমা কুরেশীর ভাইকে প্রকাশ্যে কুপিয়ে খুন প্রতিবেশীর
Friday, August 8 2025, 3:20 am

জানা গিয়েছে, হুমা কুরেশীর খুড়তুতো ভাই আসিফ কুরেশী বৃহস্পতিবার রাতে খুন হন।
রাজধানী দিল্লির বুকে মর্মান্তিক ঘটনা। অভিনেত্রী হুমা কুরেশীর খুড়তুতো ভাই আসিফ কুরেশীকে কুপিয়ে খুন করলো এক দুষ্কৃতী। শোকস্তব্ধ অভিনেত্রী।ঘটনাটি ঘটেছে দিল্লির নিজামুদ্দিন এলাকায়। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ আসিফের বাড়ির গেটের কাছে বাইক রেখেছিলেন এক ব্যক্তি। তা সরাতে বলায় কয়েকজন ব্যক্তি আসিফের উপরে আচমকা হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আসিফকে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় এখনও অবধি ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- বিনোদন
- হুমা কুরেশি
- অভিনেত্রী
- খুন
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- ক্রাইম