HMPV Outbreak | কেবল ডিসেম্বরেই চিনে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ওষুধের বিক্রি বেড়েছে ১৬৪ শতাংশ! বিক্রি বেড়েছে জ্বর-সর্দি কাশির ওষুধেরও
২০২৪ সালের ডিসেম্বরেই চিনে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ওষুধের বিক্রি বেড়েছে ১৬৪ শতাংশ।
গোটা বিশ্বের এখন চিন্তার কারণ HMPV। নতুন বছর পড়তেই চিনে ছড়াচ্ছে নতুন ভাইরাস, হিউম্যান মেটানিউমোভাইরাস। এই অতি সংক্রামক ভাইরাস, মানুষের ফুসফুসে আক্রমণ করে। যদিও চিন আশ্বাস দিচ্ছে যে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই বর্তমানে সেদেশে ব্যাপকভাবে বেড়েছে সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার ওষুধ। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরেই চিনে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ওষুধের বিক্রি বেড়েছে ১৬৪ শতাংশ। জ্বরের ওষুধের বিক্রি বেড়েছে ১৮২ শতাংশ। স্যালাইন ও ন্যাজাল স্প্রের চাহিদাও আকাশছোঁয়া।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- চীন
- এইচএমপিভি
- ওষুধ