Chhattisgarh | ছত্তিসগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ দুই মাওবাদী সদস্য!
Wednesday, August 13 2025, 5:28 pm
Key Highlightsছত্তিসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেলো নিরাপত্তারক্ষীরা।
পুলিশের এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার ছত্তিসগড়ে বস্তারের কানকের জেলার সীমান্ত লাগোয়া মদনওয়াড়ার জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য পেলো নিরাপত্তারক্ষীরা। পুলিশ জানিয়েছে, নিরাপত্তারক্ষী এবং মাওবাদীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মাওবাদীদের দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য বিজয় রেড্ডি এবং সেখানকার ডিভিশনাল কমিটির সদস্য লোকেশ সালামের। তাদের মাথার দাম ছিল মোট ৩৫ লক্ষ টাকা। পুলিশের দাবি, স্বাধীনতা দিবসের দিনে নাশকতার ছক কষেছিল মাওবাদীরা।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- মাওবাদী
- মাওবাদী হামলা

