Chhattisgarh | চলছিল গণপতি বিসর্জন, হঠাৎ গাড়ি এসে পিষে দিলো জনতাকে, মৃত ৩, আহত অন্তত ২২
Wednesday, September 3 2025, 2:17 pm
Key Highlightsবেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে ভিড়ে থাকা লোকজনকে ধাক্কা মারায় প্রাণ গেল ৩ জনের।
ধর্মীয় শোভাযাত্রার ভিড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ছত্তিশগড়ে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাগিচা থানার অধীনে জুরুদাঁদ গ্রামে। ঐদিন রাতে ১০০ জনেরও বেশি লোক গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিয়েছিল। বাগিচা যশপুর রোড ধরে শোভাযাত্রা এগোচ্ছিল। হঠাৎ দ্রুতগতিতে একটি এসইউভি শোভাযাত্রায় মধ্যে ঢুকে পরে। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩ জনের। নিহতদের নাম বিপিন প্রজাপতি (১৭), অরবিন্দ কেরকেট্টা (১৯), খিরোভাতি যাদব (৩২)। আহত অন্তত ২২ জন। মত্ত চালক সুখসাগর বৈষ্ণবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
-  Related topics - 
 - দেশ
 - গাড়ি দুর্ঘটনা
 - পথদুর্ঘটনা
 - গণেশ চতুর্থী
 - ছত্তীসগঢ়
 - আহত
 - নিহত
 - মৃত্যু
 

 