Birbhum Shootout | বীরভূমে শুটআউট, তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, পলাতক দুষ্কৃতী

পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো পীযূষ ঘোষ নামে এক তৃণমূল নেতাকে।
ভাঙড়ের পর এবার লাভপুর। পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো বীরভূমের পীযূষ ঘোষ নামে এক তৃণমূল নেতাকে। পীযূষ বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। শনিবার রাত ১২টা নাগাদ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাত ২:৩০টায় সামনে থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
- Related topics -
- রাজ্য
- বীরভূম
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কর্মী
- তৃণমূল নেতা
- মৃত্যু
- খুন