Bangladesh Protest | একদিনে শতাধিক মিছিল আওয়ামী লীগের, পুলিশের হাতে গ্রেপ্তার ৪০০ বিক্ষোভকারী

রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বুধবার একশোরও বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামি লিগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বুধবার রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় একশোরও বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামি লিগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’, ‘শেখ হাসিনাতেই আস্থা’, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই’ ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রলিগ ও আওয়ামি লিগ নেতাকর্মীরা। এখনও পর্যন্ত ঢাকার বিভিন্ন মিছিল থেকে ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বেশির ভাগ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে মিছিলে যোগ দিয়েছিলেন।