Bangladesh | ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বন্ধ উড়ান চলাচল

Saturday, October 18 2025, 12:10 pm
highlightKey Highlights

অগ্নিকাণ্ডের জেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।


শনিবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ বা পণ্য রাখার স্থানে আচমকাই আগুন লাগে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩০টি ইঞ্জিন। আগুন নেভাতে যোগ দিয়েছেন নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মীরাও। জোরকদমে চলছে কাজ। কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর সূত্রে খবর, অগ্নিকাণ্ডের জেরে উড়ান পরিষেবা স্থগিত হয়েছে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট, ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই১১১৬ ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File