Bangladesh | বাংলাদেশে ইলিশ বাঁচাতে অভিনব পন্থা, মোতায়েন ১৭টি রণতরী, আকাশপথে নজরদারি ড্রোন-হেলিকপ্টারের!

Wednesday, October 8 2025, 3:13 pm
highlightKey Highlights

বাংলাদেশের একাধিক নদী এবং উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে জলসীমায় জলপথ ও আকাশপথে নজরদারি চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।


ইলিশের প্রজননের মরশুমে মাছ ধরায় ক্ষতি হয় মৎস্য ব্যবসার। তবে জেলেরা কানে তোলেন না সাবধানবাণী। তবে এবারে জীব বিজ্ঞানীদের পরামর্শ মেনে ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর অবধি ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের একাধিক নদী এবং উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে জলসীমায় ১৭টি রণতরী মোতায়েন করা হয়েছে। ইলিশ পাহারায় মোতায়েন করা হয়েছে ড্রোন এবং হেলিকপ্টারও। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা যাতে ভুল করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ না করে সেদিকেও নজর রাখছে ইউনুস প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File