Bangladesh | হাসিনার বাতিল করা আইনকে সংশোধন করে পুনর্বহাল ইউনুসের, কোন পদ্ধতিতে হবে নির্বাচন?

রায়ে বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার–সম্পর্কিত বিধানা এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো।
ফেব্রুয়ারিতে পদ্মাপাড়ের দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রাক্কালে ১৪ বছর আগে বাতিল হওয়া "তত্ত্বাবধায়ক (তদারকি) সরকার ব্যবস্থা" আইনকে সংশোধনীর মাধ্যমে পুনরুজ্জীবিত করল ইউনুসের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাত সদস্যের আপিল বিভাগের সর্বসম্মতিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই রায় দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হবে। ফলে আগামী সাধারণ নির্বাচন হবে তদারকি সরকার ব্যবস্থা অনুযায়ী।
