Bangladesh | হাসিনা আমল ফুরোতেই ১৩ মাসে বাংলাদেশে গ্রেপ্তার প্রায় ৪৪ হাজার আওয়ামি লিগের নেতা-কর্মী!

Sunday, September 28 2025, 3:26 pm
highlightKey Highlights

গত ১৩ মাসে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন প্রায় ৪৪ হাজার ৪৭২ জন। ধৃতদের প্রায় প্রত্যেকেই আওয়ামি লিগের নেতা বা কর্মী।


সম্প্রতি বাংলাদেশের পুলিশ ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও জামিন সংক্রান্ত তথ্য’ প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, গত ১৩ মাসে গ্রেপ্তার প্রায় ৪৪ হাজার ৪৭২ জন আওয়ামী লীগ নেতাকর্মী। ঢাকায় গ্রেপ্তার হন ৭৩৫৫ জন, জামিন পান ৪৮০৬ জন (৬৫%)। রাজশাহী রেঞ্জে গ্রেপ্তার ৫০১৮, জামিন ৪২২১ (৮৪%)। খুলনায় গ্রেপ্তার ৫৯৯২, জামিন ৪৫৫৪ (৭৬%)। বরিশালে গ্রেপ্তার ১৭৭৬, জামিন ১৫৫৫ (৮৮%)। রংপুরে গ্রেপ্তার ৩৮৯১, জামিন ২৭১৪ (৭০%) এবং ময়মনসিংহে গ্রেপ্তার হন ৩০৩৬ জন, জামিন পান ১৪৪৩ জন (৪৮%)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File