Bangladesh Anti Quota Protest । বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আন্দোলনে এখনও পর্যন্ত মৃত ৩! আহত অন্তত ৪০০ জন!
Wednesday, July 17 2024, 3:36 am
Key Highlights
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণ সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণ সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। আহত অন্তত ৪০০ জন। সূত্রের খবর, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ২৯৭ জনের। সোমবার দুপুর তিনটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে ছাত্রলিগের সংঘর্ষ বাঁধে। এরপরই রণক্ষেত্র রূপ নেয় আন্দোলন। জানা গিয়েছে, আহতদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, ছাত্রলিগের সদস্যরা দুই দফায় হামলা চালায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বিক্ষোভ