Balochistan | বালোচিস্তানে পরপর গাড়ি থেকে ২৩ জন যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা! নিহতরা সকলেই ছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা

Monday, August 26 2024, 8:59 am
Balochistan | বালোচিস্তানে পরপর গাড়ি থেকে ২৩ জন যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা! নিহতরা সকলেই ছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা
highlightKey Highlights

সোমবার সকালে দক্ষিণ পশ্চিম পাকিস্তানে বন্দুকবাজদের ভয়াবহ ঘটনা।পরপর বাস-গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হলো ২৩ জনকে!


সোমবার সকালে দক্ষিণ পশ্চিম পাকিস্তানে বন্দুকবাজদের ভয়াবহ ঘটনা।পরপর বাস-গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হলো ২৩ জনকে! পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই পথে যাওয়া একের পর এক গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে নির্বিচারে তাঁদের গুলি করে হত্যা করে। এমনকি যাত্রীদের পরিচয়পত্র খতিয়ে দেখে, বেছে বেছে গুলি চালায় বন্দুকবাজরা। জানা গিয়েছে, নিহতরা সকলেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ় বুগতির দাবি, এই হত্যার পিছনে রয়েছে সন্ত্রাসবাদী কোনও গোষ্ঠী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File