Sydney | ৮ মাসের গর্ভবতীকে পিষে দিল BMW, অস্ট্রেলিয়ায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার

ঘটনার তদন্তে নেমে ঘাতক গাড়ির চালক ১৯ বছর বয়সি এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত ৮ মাসের গর্ভবতী মহিলাকে পিষে দিয়ে মারল একটি বিএমডাব্লু গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে সিডনির হার্নসবিতে। মৃতা মহিলার নাম সমন্বয় ধরেশ্বর (৩৩)। সূত্রের খবর, এদিন স্বামী ও ৩ বছরের সন্তানের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন সমন্বয়। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা গাড়ি পিষে দেয় তাঁকে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গর্ভস্থ সন্তানেরও। গাড়ির চালক অ্যারন পাপাজোগ্লোরের (১৯) বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, অবহেলা ও গর্ভবতী মহিলাকে অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়া
- ভারত
- পথদুর্ঘটনা
- মৃত্যু
- গর্ভবতী
