Stampede | একাদশীর দিন অন্ধ্রপ্রদেশে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৯

Saturday, November 1 2025, 12:31 pm
highlightKey Highlights

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ৯ জন।


অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত বহু। সূত্রের খবর, শনিবার একাদশীর দিন ওই মন্দিরে বিশেষ পূজার আয়োজন হয়েছিল। মন্দিরে বহু ভক্ত সমাগমে মাত্রাছাড়া ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ভিড়ের চাপেই পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File