Crime Against Women | ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতনের মতো ঘটনায় ৭০ শতাংশ অভিযোগেই প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান অভিযুক্ত
ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতনের মতো ঘটনায় কড়া শাস্তির বিধান থাকলেও ৭০ শতাংশ অভিযোগেই প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান অভিযুক্ত।
ভারতে প্রতিনিয়তই ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতনের মতো ঘটনার খবর উঠে আসে। তবে কড়া শাস্তির বিধান থাকলেও ৭০ শতাংশ অভিযোগেই প্রমাণের অভাবে মুক্তি পেয়ে যান অভিযুক্ত। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, স্বামী বা আত্মীয়দের অত্যাচারের ঘটনায় ১৭.৭ শতাংশ, শ্লীলতাহানির ক্ষেত্রে ২৫.৬ শতাংশ, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ক্ষেত্রে ৩১.৭ শতাংশ, ধর্ষণের ক্ষেত্রে ২৭.৪ শতাংশ এবং গণধর্ষণ, ধর্ষণ করে খুনের ক্ষেত্রে ৬৯.৪ শতাংশ অভিযুক্তকে সাজা দেওয়া হয়েছে।