Indian Railway | ২০২৩-২৪ অর্থবর্ষে বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে ধরা পড়েছেন দু’কোটি ১৬ লক্ষ! জরিমানা আদায় ৫৬২ কোটি!
Monday, April 7 2025, 3:34 pm
Key Highlightsওই অর্থবর্ষে সারা দেশে দু’কোটি ১৬ লক্ষ যাত্রী টিকিট ছাড়া যাত্রা করতে গিয়ে ধরা পড়েছেন। যার ফলে জরিমানা হিসেবে রেলের কোষে জমা পড়েছে ৫৬২ কোটি টাকারও বেশি।
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার জন্য যাত্রীদের থেকে অন্তত ২৫০ টাকা সহ টিকিটের দাম জরিমানা করে ভারতীয় রেল। সম্প্রতি ২০২৩ থেকে ২০২৪ অর্থবর্ষে এরকমই বিনা টিকিটের যাত্রীদের থেকে আদায় করা অর্থের অঙ্ক প্রকাশ করেছে রেল। ওই অর্থবর্ষে সারা দেশে দু’কোটি ১৬ লক্ষ যাত্রী টিকিট ছাড়া যাত্রা করতে গিয়ে ধরা পড়েছেন। যার ফলে জরিমানা হিসেবে রেলের কোষে জমা পড়েছে ৫৬২ কোটি টাকারও বেশি। ২০২২ থেকে ২০২৩ অর্থবর্ষে প্রায় তিন কোটি ৬০ লক্ষ বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছিলেন। জরিমানা করা হয়েছিল দু’হাজার ২৬০ কোটি টাকারও বেশি।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড
- ট্রেন
- জরিমানা

