Fraud | 'স্পেশাল ২৬' এর চিত্রনাট্যের নকল! CBI আধিকারিক সেজে চিকিৎসকের থেকে ১.৫ লক্ষ হাতিয়ে নিল প্রতারকরা!

Friday, July 12 2024, 3:46 am
Fraud |  'স্পেশাল ২৬' এর চিত্রনাট্যের নকল! CBI আধিকারিক সেজে চিকিৎসকের থেকে ১.৫ লক্ষ হাতিয়ে নিল প্রতারকরা!
highlightKey Highlights

সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে নদিয়ার নবদ্বীপের সরকারি হাসপাতালের চিকিৎসকের দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক।লিংক::


যেন চলচ্চিত্র 'স্পেশাল ২৬'! সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে নদিয়ার নবদ্বীপের সরকারি হাসপাতালের চিকিৎসকের দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক। জানা গিয়েছে, ঘটনার পর প্রতিনিয়ত ফোন আসে আরো টাকা দেওয়ার জন্য। আর সেই টাকা দিলেই সিবিআই এর হাত থেকে নারকোটিক বিভাগের বাজেয়াপ্ত করা মামলা থেকে সুরাহা মিলবে বলে জানানো হয়। ঘটনার পর চিকিৎসক সাইবার ক্রাইম থানায় অভিযোগ সহ নবদ্বীপ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সাইবার ক্রাইম শাখার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File