MS Dhoni । ধোনির বাড়িতে রমরমিয়ে চলছে অবৈধ ডায়াগনিস্ট সেন্টার, নোটিস জারি ২০০ জনকে!
Tuesday, December 24 2024, 12:40 pm
Key Highlights
ধোনি হরমু হাউজিং কলোনির যে বাড়িতে থাকতেন, সেই বাড়িই নাকি ব্য়বহৃত হচ্ছে অবৈধ বাণিজ্যিক উদ্দেশ্যে! নোটিস পাঠানো হতে পারে ধোনিকে।
বড়দিনের আগে বড়সড় বিপদের মুখে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচির হরমু রোডে ধোনির একটি বাড়ি আছে। সেখানে রমরমিয়ে চলছে ডায়াগনিস্ট সেন্টার। তবে বোর্ডের নিয়ম অনুযায়ী, আবাসিক জমি শুধুমাত্র আবাসিক উদ্দেশ্যেই ব্যবহার করা যায়। অন্য উদ্দেশ্যে ব্যবহার করা বেআইনি। ফলে বোর্ডের তরফে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই যাঁরা বরাদ্দ আবাসিক জমিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছেন তাঁদের প্রায় ২০০ থেকে ৩০০ লোককে নোটিস পাঠিয়েছে বোর্ড। নোটিস পাঠানো হতে পারে ধোনিকেও।
- Related topics -
- খেলাধুলা
- মহেন্দ্র সিংহ ধোনি
- রাঁচি
- বড়দিন
- দেশ
- ঝাড়খন্ড
- জনস্বার্থ মামলা
- ব্যবসা বাণিজ্য
- ভারতীয় ক্রিকেটদল