Newtown Scam । বিধায়কের সই জাল করে বেআইনি নির্মাণ , নিউটাউন থেকে ধৃত ১

Saturday, December 14 2024, 3:33 am
Newtown Scam । বিধায়কের সই জাল করে বেআইনি নির্মাণ , নিউটাউন থেকে ধৃত ১
highlightKey Highlights

রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সই ও স্ট্যাম্প জাল করে একাধিক বেআইনি নির্মাণের প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ। নিজেকে বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন ধৃত সুভাষ।


রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির সই ও স্ট্যাম্প জাল করে  বেআইনি বহুতল নির্মাণের প্ল্যান পাশ করিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুভাষ সেনগুপ্ত। বাড়ি নিউটাউনের হাতিয়ারা হেলাবটতলা এলাকায়। চলতি বছরের ১২ জুলাই এক প্রাক্তন সেনাকর্মী ইকোপার্ক থানায় অভিযোগ করেন, সুভাষ তাঁর থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে বিধায়কের সই জাল করে বেআইনি প্ল্যান তৈরি করে দিয়েছিলেন। তদন্ত করে সুভাষকে ধরে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট