IIT Kharagpur । দুর্নীতির বিরুদ্ধে সরব হওযার অপরাধে ৮৬ জন অধ্যাপককে শো কজ করল খড়গপুর আইআইটি
Saturday, December 7 2024, 2:40 am
 Key Highlights
Key Highlightsঅনশনে বসার হুঁশিয়ারি দিলেন আইআইটি খড়গপুরের অধ্যাপকদের একাংশ। সূত্রের দাবি, সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬ জন অধ্যাপককে 'শো কজ নোটিশ' ধরানো হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে আইআইটি খড়গপুরের ডিরেক্টরসহ গোটা কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিরেক্টরের স্বজনপোষণ, খেয়ালখুশি মতো শিক্ষক অধ্যাপক নিয়োগ, হাসপাতাল চালু না করা, শিক্ষক ও অধ্যাপকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ইত্যাদি অভিযোগ তুলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি পাঠান আইআইটির সদস্যরা। এর জেরে ১২নভেম্বর আইআইটি কর্তৃপক্ষের তরফে অফিস বেয়ারারদের এবং সাধারণ সম্পাদক অধ্যাপক অমলকুমার দাসকে শো কজ নোটিশ ধরানো হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে শো কজ নোটিশ পাঠানো হয় ৮৬ অধ্যাপককেও।

 
 