IIT Kharagpur । আইআইটি খড়্গপুরের নতুন আবিষ্কার ”ফাস্ট ভাইরাল ডায়াগনস্টিক”
Saturday, December 28 2024, 4:24 am
Key Highlights
অতি সহজে নিখুঁত এবং খুব অল্প সময়ে অধিক মাত্রায় বিভিন্ন রোগের নমুনা পর্যবেক্ষণ করার প্রযুক্তি আবিষ্কার করলো আইআইটি খড়্গপুর।
আইআইটি খড়্গপুরের এক অভিনব আবিষ্কার করলো। অতি সহজে নিখুঁত এবং খুব অল্প সময়ে অধিক মাত্রায় বিভিন্ন রোগের নমুনা পর্যবেক্ষণ করার প্রযুক্তি আবিষ্কার করলো তাঁরা। চিকিৎসা ক্ষেত্রে কয়েক মিনিটে কয়েকশ নমুনা পর্যবেক্ষণ করতে পারবে এই প্রযুক্তি। বিজ্ঞানীরা এই প্রযুক্তির নাম দিয়েছেন ”ফাস্ট ভাইরাল ডায়াগনস্টিক”। আইআইটি খড়্গপুরের অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্যের পৃষ্টপোষকতায় বিজ্ঞানী অধ্যাপক বাসুদেব লাহিড়ীর নেতৃত্বে পূজা লাহিড়ী সহ বেশ কয়েকজন গবেষক পড়ুয়া এই আবিষ্কার করেছেন। সঠিক রোগ নির্ধারণে এই আবিষ্কারটি মাইলস্টোন।