IISER Scientist | পার্কিং নিয়ে ঝামেলায় মারধর! পঞ্জাবে মৃত্যু প্রতিভাবান IISERর বিজ্ঞানী অভিষেক স্বর্ণকারের!

মঙ্গলবার রাতে মন্টি নামের এক প্রতিবেশী যুবকের সঙ্গে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়ান IISERর বিজ্ঞানী অভিষেক স্বর্ণকার।
পার্কিং নিয়ে তুচ্ছ ঝামেলার কারণে প্রাণ গেলো প্রতিভাবান বিজ্ঞানীর। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালির সেক্টর ৬৭ এ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মন্টি নামের এক প্রতিবেশী যুবকের সঙ্গে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়ান IISERর বিজ্ঞানী অভিষেক স্বর্ণকার। তর্কাতর্কির মাঝেই অভিষেককে ধাক্কা মেরে ফেলে দেন মন্টি। তারপর মন্টি এবং কয়েকজন যুবক তাঁকে মারধর করেন। সেই মারধরের জেরেই আহত হন তরুণ বিজ্ঞানী। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় অভিষেকের। পরিবার সূত্রের খবর, সম্প্রতি অভিষেকের কিডনি অপারেশন এবং ডায়েলিসিস চলছিল।