IISER Haringhata | র্যাগিংয়ের জের, IISER-র হরিণঘাটা ক্যাম্পাসে ‘আত্মঘাতী’ পড়ুয়া

অত্যাধিক মাত্রায় ওষুধ খেয়ে আত্মঘাতী ছাত্র। পড়ুয়ার পরিবার শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন।
ফের শিক্ষাকেন্দ্রে এক পড়ুয়ার রহস্যমৃত্যু। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে আত্মঘাতী পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম অনিমিত্র রায় (২৫)। সে আইজার কলকাতার হরিণঘাটা ক্যাম্পাসের পিএইচডি তৃতীয় বর্ষের (সিনিয়র রিসার্চ) ছাত্র ছিলেন। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ পড়ুয়া দিদির সঙ্গে কথা বলেন। তারপরই অতিরিক্ত মাত্রায় ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। তড়িঘড়ি তাঁকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়। শুক্রবার সকালে যুবক মারা যান। পরিবারের অভিযোগ, র্যাগিং করা হয়েছে পড়ুয়াকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- ছাত্র মৃত্যু
- মৃত্যু
- রাজ্য
- আত্মহত্যা