IIM Joka Case | জবানবন্দির সময় পেরিয়ে যাচ্ছে, দেখা নেই নির্যাতিতার! IIM জোকা ধর্ষণ-কাণ্ডে ধন্দে পুলিশর্ষণ: দেরীতে অভিযোগ, নির্যাতিতা অনুপস্থিত।
Saturday, July 19 2025, 4:07 pm
Key Highlightsধর্ষণের ঘটনায় বিচারকের সামনে গোটা ঘটনার গোপন জবানবন্দি দিয়ে থাকে নির্যাতিতারা। IIM জোকার নির্যাতিতা জবানবন্দি দেননি।
IIM জোকায় ছাত্রদের হস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের তদন্তে অসহযোগিতার অভিযোগ খোদ অভিযোগকারিনীর বিরুদ্ধে। ধর্ষণের ঘটনায় বিচারকের সামনে পুলিশের উপস্থিতিতে গোটা ঘটনার গোপন জবানবন্দি দিয়ে থাকে নির্যাতিতারা। জবানবন্দি নেওয়ার জন্যে নির্যাতিতাকে আলিপুর আদালতে হাজির হতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, পরপর তিনদিন আদালতের সমন অগ্রাহ্য করলেন নির্যাতিতা। মেডিকো লিগ্যাল টেস্টও করতে দেননি তিনি। যার জেরে ফের একবার তদন্ত প্রক্রিয়ার গতি শ্লথ হলো। চতূর্থবারের জন্য পরের সপ্তাহের শুক্রবার আরও একটি দিন ধার্য করল আদালত।
- Related topics -
- শহর কলকাতা
- ধর্ষণ
- রাজ্য
- কলকাতা পুলিশ
- আলিপুর কোর্ট

