Adultery | শারীরিক সম্পর্ক না থাকলে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক 'পরকীয়া' নয়! বেনজির রায় হাই কোর্টের!
Friday, February 14 2025, 7:15 am
 Key Highlights
Key Highlightsপরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেনজির রায় মধ্যপ্রদেশ হাই কোর্টের।
পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেনজির রায় মধ্যপ্রদেশ হাই কোর্টের। দাম্পত্য কলহ সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালত জানায়, স্বামী ছাড়া অন্য কারও সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্ক না থাকলে অন্য পুরুষের সঙ্গে চলা প্রেমকে পরকীয়ার তকমা দেওয়া যায় না। মধ্যপ্রদেশের এক দাম্পত্য কলহের মামলাতেই এই কথা জানিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি জিএস আহলুওয়ালিয়া। মামলাকারীর দাবি, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করছেন। তাই স্ত্রীয়ের ভরণপোষণের দায়িত্ব তার নয়। তবে সেই মামলা খারিজ করে দেয় মধ্যপ্রদেশ হাই কোর্ট।
-  Related topics - 
- দেশ
- ভারত
- মধ্যপ্রদেশ
- হাইকোর্ট
- পরকীয়া

 
 