UPI | ব্যবহার করেন না UPI অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর? ১লা এপ্রিলের আগে সতর্ক হন! নাহলে বন্ধ হবে অ্যাকাউন্ট!
Wednesday, March 19 2025, 2:26 pm

গ্রাহক যদি দীর্ঘদিন কোনও মোবাইল নম্বর ব্যবহার না করেন, তাহলে ব্যাঙ্ক সেই নম্বরের সঙ্গে সংযুক্ত UPI অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।
১ এপ্রিল থেকে চালু নয়া নিয়ম! Google Pay, PhonePe, Paytm এর মতো UPI অ্যাপ ব্যবহার করলে সতর্ক হন আপনিও। কারণ অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড যে সব মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেবে ব্যাঙ্ক। অর্থাৎ গ্রাহক যদি দীর্ঘদিন কোনও মোবাইল নম্বর ব্যবহার না করেন, তাহলে ব্যাঙ্ক সেই নম্বরের সঙ্গে সংযুক্ত UPI অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। ১ এপ্রিলের পর কোনও নিষ্ক্রিয় বা পুনর্ব্যবহৃত নম্বর ব্যাঙ্কের সিস্টেম থেকে সরাসরি বাদ দেওয়া হবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ইউপিআই
- মোবাইল অ্যাপ
- মোবাইল ফোন