Chattisgarh | ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ! মাওবাদী হামলায় মৃত্যু ৮ DRG জওয়ান ও একজন ড্রাইভারের
Monday, January 6 2025, 12:18 pm
Key Highlights
বীজাপুরের কুটরু রোডে তাদের লক্ষ্য করে মাওবাদী হামলা চালানো হয়।
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু ৯ জনের। এদিন নারায়ণপুর, বীজাপুর, দান্তেওয়াড়ার পুলিশের সঙ্গে একযোগে যৌথ অভিযান থেকে ফিরছিলেন ডিআরজি জওয়ানরা। সেই সময় বীজাপুরের কুটরু রোডে তাদের লক্ষ্য করে মাওবাদী হামলা চালানো হয়। আইইডি বিস্ফোরণের জেরে ৮ ডিআরজি জওয়ান ও একজন ড্রাইভারের মৃত্যু হয়েছে বলে খবর। বস্তারের পুলিশের আইজি জানিয়েছেন, বিস্ফোরকের সঙ্গে ধাক্কা লাগতেই গাড়িটি বিস্ফোরণের শিকার হয়েছে। এদিকে, মাওবাদী অধ্যুষিত আমবুঝমাড়ের জঙ্গলে চলছে ফোর্স বনাম মাওবাদীদের লড়াই।